১। GP SIM
২। EasyNET redirection *
৩। কোন Data Pack(MB), টাকা থাকা যাবেনা।
৪। সিমের মেয়াদ যেন থাকে।
৫। AndrOiD
৫। AndrOiD
প্রথমেই ডায়াল করুনঃ *5000*55#
* APN SETTINGS
মোবাইলের সেটিংস এ গিয়ে নতুন APN বানান,
name: free
apn: easynet
save it.
* EasyNET redirection কি?
এখন মোবাইল টি ReStart করুন। অন হলে নেট চালু করে মোবাইলের যে "BROWSER" বা "INTERNET" নামে app আছে, সেটি দিয়ে google.com এ ঢুকুন,
যদি google.com এ না ঢুকে অটোমেটিক GP EasyNET এর website এ চলে যায়, তাহলে আপনার free internet চলবে। না হলে অন্য SIM try করুন।
eProxy Download:
Config File Download:
এখন নিচের মত করে Configure করুনঃ
eProxy Download:
Config File Download:
* Config File সম্পর্কেঃ (ePro থাকবে লাস্টে)
১। Config File নিয়মিত UPDATE রাখবেন
২। একটি COnfig File এর মেয়াদ ৭ দিন।
৩। ৭দিন পর পর এখানে ঢুকে নতুন Config File নামিয়ে নিতে হবে।
৪। Config File Daily UPDATE করা হয়।
৫। Cofig File নামানোর সময় LAST DATE দেখে নামাবেন।
* Config File DOWNLOAD Problem?
নিচের SCREENSHOT গুলু দেখুন...
এখন নিচের মত করে Configure করুনঃ
Import হয়ে গেলে, Start এ চাপুন
তবে আরেকটি বিষয়, IP RANGE ঠিক থাকতে হবে।
* IP RANGE সম্পর্কেঃ
INTERNET CONNECTION দিয়ে যখন KPN TUNNEL এ ঢুকেছেন, তখন দেখুন KPN Tunnel এ একটা IP ADDRESS show করছে। অথবা Phone এর সেটিংস এ গিয়ে About এ গিয়ে দেখুন, IP Address নামে option আছে।
এই IP address টি যদি
10.40.**.** to 10.49.**.**
10.80.**.** to 10.95.**.**
তাহলে free চলবে, না হলে হবেনা। যতক্ষন IP RANGE এর মাঝে না আশবে, ততক্ষন Data OFF ON করতে হবে। তাই একবার IP Range এ চলে আসলে আর Disconnect করবেন না।
তাহলে free চলবে, না হলে হবেনা। যতক্ষন IP RANGE এর মাঝে না আশবে, ততক্ষন Data OFF ON করতে হবে। তাই একবার IP Range এ চলে আসলে আর Disconnect করবেন না।
Connected
0 Comment for "GP FREE INTERNET [eProxy]"